গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ

Giasuddin Islamic Model College

ইআইআইএন: ১৩৪১৮৯, প্রতিষ্ঠান কোড: ২৫২০, মোবাইল: ০১৯১১৫৯০৭১৩

 
Apply Now

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ইতিহাস


 

Motto           " ইহকাল ও পরকালের জন্য শিক্ষা"
               (Education for this world and the here after)

 

কলেজ প্রতিষ্ঠার তারিখ :  ১৪ই জানুয়ারি ২০১০ খ্রি., রােজ- বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে কলেজের পাঠদান। শুরু করা হয় ১লা জুলাই ২০১০ খ্রি. থেকে।

 

 

 

কলেজ প্রতিষ্ঠাতা:  বীর মুক্তিযােদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন (সাবেক এম.পি, নারায়ণগঞ্জ-৪)।

 

প্রতিষ্ঠাতা সদস্যদের নাম:  (১) মুহাম্মদ আবুল হাসেম মিয়া, (২) মােসা. ইয়াতুননেছা, (৩) রেশমা বেগম, (৪) তােহফিজা বেগম, (৫) জি.এম. ফয়সাল, (৬) জি.এম. সাদরিল, (৭) জি.এম. কায়সার, (৮) জি.এম. সানভীর।

 

প্রতিষ্ঠানের অবস্থান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তিস্মরণি গেইট থেকে আনুমানিক ৪৫০ফুট দক্ষিণ পার্শ্বে, ডেমরানারায়ণগঞ্জ রােডের আনুমানিক ৬০০ ফুট পশ্চিম পার্শ্বে, হিরাঝিল এলাকার রােড নম্বর-০২ এর উত্তর পার্শ্বে এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান।

আদমজী। ই.পি.জে নারায়ণগঞ্জ রোড।

রােড # ০২।

নারায়ণগঞ্জ লিংক রােড

নারায়ণগঞ্জ (পোস্তগোলা) হিরাঝিল রোড

ঢাকা রােড চিটাগাংরোড কাঁচপুর ব্রিজ ডেমরা রােড।

লােকেশন ম্যাপ কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য:

১। মহান আল্লাহপাক আমাদের যে শিক্ষা লাভ করার এবং তা অন্যান্যদের মাঝে বিস্তার করার সামর্থ দান করেছেন তা যথাযথভাবে কাজে লাগিয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তােলা।

২। সিদ্ধিরগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকার ছাত্র-ছাত্রীদের একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দেওয়া।

৩। ছাত্র-ছাত্রীদের মধ্যে স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস, অবিচল আস্থা এবং স্বচ্ছ আকীদা সৃষ্টির মাধ্যমে নিষ্কলুষ চরিত্র গঠনের প্রেরণা দান করে ইহকাল এবং প্রকালের কল্যাণের শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতির নিঃস্বার্থ সেবায় আত্মনিয়ােগকারী হিসেবে গড়ে তােলার মধ্য দিয়ে মহান আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

 

ইতিহাস: গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রতিষ্ঠিত হয় ১ January জানুয়ারি, ২০১০, মুহাম্মদ গিয়াসউদ্দিন (সাবেক এমপি, নারায়ণগঞ্জ-4)। কলেজটি আনুষ্ঠানিকভাবে 1 জুলাই, 2010 চালু হয়েছিল।

 

শিক্ষাবিদ: কলেজটি ছেলে এবং মেয়েদের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রদান করে যদিও এটি অ-সহ-শিক্ষামূলক। সাধারণত, ছেলে এবং মেয়েদের একই সময়ে পৃথক শ্রেণীতে বিভক্ত করা হয়।

 

                              


 

 

 

af