সাধারন নিয়মবলী
১) নিয়মিত কলেজে উপস্থিত থাকবো ও সকল পরীক্ষা অংশগ্রহণ করবো। কোন রকম ফাঁকি দিব না।
২) সকল বিষয়ের পড়া শিখে আসবো। কলেজে অনুপস্থিত থাকলে কিংবা পড়া শিখে না আসলে পরবর্তীতে নির্ধারিত ডিটেনশন ক্লাস করতে বাধ্য থাকবো।
৩) নিয়মিত চুল ও নখ কাটবো। ইসলামী বিধান মোতাবেক দাড়ি না রাখলে সেভ করবো( ছেলেদের ক্ষেত্রে)। চুল বেণী করে আসবো (মেয়েদের ক্ষেত্রে) এবং চুল কালো কালার ব্যতীত অন্য কোন কালার করা যাবে না।
৪) ব্ল্যাক সু, ব্ল্যাক বেল্ট, স্কুলের নির্ধারিত উনিফর্ম, আইডি কার্ড পরিধান করবো। প্রতিদিন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সমূহ যেমন ক্যালকুলেটর ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে আসবো।
৫) লেখাপড়ার স্বার্থে উচ্চমাধ্যমিক পরীক্ষা পর্যন্ত শিক্ষকদের সকল পরামর্শ আদেশ ও নির্দেশ মেনে চলবো। এমনকি প্রয়োজন হলে হোস্টেলে থাকতে হলে তাও থাকবো।
৬) অভিভাবক দিবসে অন্য কোন প্রয়োজনে পিতা-মাতাকে (পিতা-মাতার অবর্তমানে আইনানুগ অভিভাবকে) উপস্থিত করবো। প্রতারণামূলক অন্য কাউকে অভিভাবক হিসেবে আনবো না।
৭) আমার যে কোন অনিয়মে জন্য কলেজে মিলিত সিদ্ধান্ত আমি ও অভিভাবকের মেনে নিব। প্রথমবার দেবার জন্য আবেদন করবো না কিংবা কারো দ্বারা কোন প্রকার সুপারিশ করবো না।
৮) ছুটির পর ক্যাম্পাসের সামনে পার্কে রেস্টুরেন্টে কোন প্রকার যথা সৃষ্টি করবো না।
৯) ভর্তির সময় তৃতীয় ও চতুর্থ বিষয় হিসেবে যে বিষয়গুলো বিবেচনা করছি পরবর্তী তা পরিবর্তন করবো না আর যদি পরিবর্তন করি তার জন্য রেজিস্ট্রেশন বোর্ড পরীক্ষায় কোন সমস্যা হলে কলেজ কর্তৃপক্ষকে কোনরূপ দায়ী করবো না এবং নিজ দায়িত্বে সমস্যার সমাধান করে নিব।
১০) বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা পাস না হলে পুনরায় একাদশ শ্রেণিতে ভর্তি হবো ।এবং টেস্ট পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা বোর্ডের নিয়ম অনুযায়ী অকৃতকার্য হলে উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষার ফরম ফিলাপের জন্য কোনভাবে আবেদন করবো না বা কারো দ্বারা সুপারিশ করবো না ।পরবর্তী বছর নিয়মিত ক্লাস করে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবো।
১১) অভ্যন্তরীণ ও বোর্ডের সকল পরীক্ষার সময় অসুস্থ থাকলে সিক বেডে পরীক্ষায় অংশগ্রহণ করবো।
শ্রেনিকক্ষ ও কলেজ ক্যাম্পাসে আচরণ
ক) কলেজে প্রত্যেক ছাত্রছাত্রীদের উপস্থিত হার ১০০% হওয়া কাম্য। আমরা আশা করি , প্রত্যেক ছাত্রছাত্রী ১০০% ক্লাসে উপস্থিত থাকবে।
খ) থিওরি ক্লাস শুরু হওয়ার পর সংশ্লিষ্ট দিবসের সকল ক্লাশ শেষ না হওয়া পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে কলেজ ক্যাম্পাসে থাকতে হবে। টিফিন পিরিয়ডেও বাইরে যেতে পারবে না।
গ) কলেজে স্মার্ট ফোন বাদ্যতামূলক নিষিদ্ধ। প্রয়োজনে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষার্থে অতি সাধারন মোবাইল ফোন কলেজে আনতে পারবে। কিন্তু ক্লাস রুম , পরিক্ষার হল ও ল্যাবে ব্যবহার করা যাবে না। স্মার্ট ফোন বা হ্যন্ডি ক্যমেরা কলেজে পাওয়া গেলে সেটা সঙ্গে সঙ্গে ভেঙ্গে ফেলা হবে বা কলেজের পুকুরে নিক্ষেপ করা হবে।
ঘ) কলেজ থেকে নির্ধারিত ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক। ইউনিফর্ম শুধু বাহ্যিক কোন পোশাক নয় । ইউনিফর্ম মানুষের আত্মোপলদ্ধি বাড়িয়ে দায়িত্ব বোধ সচেতন করে তুলে। সার্বক্ষণিক আইডি কার্ড নির্ধারিত ফিতা সিহ গলায় ঝুলিয়ে রাখতে হবে।
ঙ) পাঠদান ও পাঠ গ্রহনের জন্য নীরব ও শান্ত পরিবেশ দরকার। সুতরাং এরুপ পরিবেশ রক্ষার জন্য কলেজ ক্যাম্পাস কিংবা করিডোর এবং ক্লাস রুমে হইচই , চিৎকার বা শব্দ একবারেই নিষিদ্ধ।
চ) কোন ছাত্র বা ছাত্রি অসুস্থতার কারনে কলেজে না আসতে পারলে , অতিসত্বর অভিভাবক ব্যক্তিগত ভাবে অথবা টেলিফোনের মাধ্যমে কলেজ পক্ষকে অবহিত করতে হবে। অনথ্যায় অনুপস্থিত মারজনা করা হবে।
ছ) অপরিচিত কারো প্ররোচনায় কলেজের বাইরে বা কলেজের আশে পাশে কোন অপরিচিত জায়গায় যাওয়া থেকে বিরত থাকবে।