গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ

Giasuddin Islamic Model College

EIIN: 134189, Institute Code: 2520, Mobile: 01911590713

 
Apply Now

Student Uniform


কলেজ ছাত্র ছাত্রীদের পোশাকের ধরন ও পরিচয় পত্র কলেজ থেকে বিশেষভাবে সুনিদৃষ্ট রয়েছে ।ক্লাস করা পরীক্ষা দেওয়া বা যেকোনো কাজে কলেজ ক্যাম্পাসে অবস্থান কালে সকল ছাত্র ছাত্রীরা কলেজ ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামূলক ।এমন কি বোর্ড চূড়ান্ত পরীক্ষাসমূহ জন্য কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় সে ক্ষেত্রে কলেজ ইউনিফর্ম পরিধান করে পরীক্ষা  গ্রহণ করা অত্যাবশ্যক ।

 

ক )ছাত্রদের জন্য নির্ধারিত ড্রেসঃ কালো ফুল ,প্যান্ট প্যান্ট (টাকনুর উপর পর্যন্ত হতে হবে), কালো শার্ট ,কালো টাই্‌কালো বেল্ট , শীতকালে ছেলেরা কলেজ কর্তৃক নির্ধারিত কালো সোয়েটার পড়তে পারবে। অবশ্যই কলেজ আইডি কার্ড ব্যবহার করতে হবে।

 

খ) ছাত্রীদের জন্য নির্ধারিত ড্রেসঃ ছাত্রীদের জন্য কালো সালোয়ার, কালো অ্যাপ্রোন ,কালো সু, কালো স্কার্ফ। (স্যালোয়ার টাকনূর নিচে পর্যন্ত পড়তে হবে)। আঁটসাট এবং পাতলা কাপড়ের পোশাক পরিধান করা যাবে না ।শীতকালে  কলেজ কর্তৃক নির্ধারিত কালো সোয়েটার পড়তে পারবে। অবশ্যই কলেজ আইডি কার্ড ব্যবহার করতে হবে।