গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ

Giasuddin Islamic Model College

EIIN: 134189, Institute Code: 2520, Mobile: 01911590713

 
Apply Now

Examination System


আমাদের প্রতিষ্ঠানে কোন ভর্তি পরীক্ষা নেওয়া হয় না। উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি করানো হয়। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হয়।

 

পরীক্ষা পদ্ধতি ও ফল 

 

কুইজ:

 ১. প্রতি শনিবার দু'টি বিষয়ের উপর কুইজ নেয়া হয়।

 ২. কোনাে কারণে শনিবার কলেজ বন্ধ থাকলে সেক্ষেত্রে পরবর্তী কার্যদিবসে কুইজ অনুষ্ঠিত হয়।। 

৩. কুইজ-এর পূর্ণমান- ৩০ নম্বর (প্রতি বিষয়) এবং সময়- ৫৫ মিনিট। কুইজ-এ প্রাপ্ত নম্বরের ৫০% সেমিস্টার পরীক্ষার সাথে যােগ হয়। 

 

ধমীয় ও নৈতিক শিক্ষা:

 প্রতিটি ছাত্র-ছাত্রীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে কলেজে রয়েছে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিশেষ ক্লাস৷ ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্লাসে অংশগ্রহণ বাধ্যতামূলক। ধর্মীয় ও

গর বিষয়ের পূর্ণমান ১০০। কলেজ কর্তৃপক্ষ ৫০ নম্বরের প্রশ উত্তরের নম্বর প্রদান। করবেন। অবশিষ্ট ৫০ নম্বরের নম্বর প্রদান করবেন ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবক। সকল ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে পাস করতে হবে। সকল বিষযে উত্তীর্ণ হলেও ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ে উত্তীর্ণ না হলে অনুত্তীর্ণ বলে বিবেচিত হবে।

 

 টিউটোরিয়াল পরীক্ষা: 

১ম সেমিস্টার, ২য় সেমিস্টার পরীক্ষার ১ মাস পর্বে ৫০ নম্বরের টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হয়।। টিউটোরিয়াল পরীক্ষার সময় ১.৩০ মিনিট৷ টিউটোরিয়াল পরীক্ষার ৩০% সেমিস্টার পরীক্ষার সাথে। যােগ হয়।

 

 সেমিস্টার পরীক্ষা: 

একাদশ শ্রেণিতে ২টি এবং দ্বাদশ শ্রেণিতে ১টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

১. সেমিস্টার পরীক্ষার পূর্ণমান প্রতি বিষয়ে ১০০ এবং সময় ৩ ঘণ্টা।

 ২. কইজ ও টিউটোরিয়াল পরীক্ষায় প্রাপ্ত নম্বর সেমিস্টার পরীক্ষায় যােগ করা হয়। 

৩. প্রতি সেমিস্টার পরীক্ষার ফলের ভিত্তিতে মেধা অনুযায়ী বৃত্তি প্রদান করা হয়। 

৪. সেমিস্টার পরীক্ষার পাস নম্বর ৪০।

 

 ফল মূল্যায়ন পদ্ধতি: 

কুইজ-এ প্রাপ্ত নম্বরের ৫০% + টিউটোরিয়াল পরীক্ষায়। প্রাপ্ত নম্বরের ৩০% + সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৭০% = প্রাপ্ত জি.পি.এ৷ 

 

সেমিস্টার ফাইনাল: 

১, বার্ষিক পরীক্ষার পূর্বে মােট ২টি সেমিস্টার প্রীক্ষা অনুষ্ঠিত হয়।

 ২. পূর্ণ সিলেবাসের একটি বাের্ড মানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় কোনাে শিক্ষার্থী। | অনুপস্থিত থাকলে কিংবা ৪০% এর কম নম্বর পেলে তাকে দ্বাদশ শ্রেণিতে প্রমােশন দেওয়া হয় না।

 

অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা:

 

 ১।. প্রি-টেস্ট: পর্ণ সিলেবাসের উপর এ রীক্ষাটি অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ৪০% এর কম নম্বর। পেলে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেওয়া হয় না।

 

২।টেস্ট: বাের্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী সকল বিষয়ের পূর্ণ সিলেবাসের উপর টেস্ট। বীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা ৪০% এর কম নম্বর পেলে এইচ.এস.সি. পরীক্ষার ফরম পূরণ ব্রার সুযােগ দেয়া হয় না।।

 

৩। মডেল টেস্ট: সকল বিষয়ের উপর পূর্ণ নম্বরের উপর একাধিক মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। বিশেষ। ত্রে যে সকল শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল থাকে সেই বিষয়ে বিশেষ মডেল টেস্টের ব্যবস্থা থাকে। কোনাে শিক্ষার্থী কোনাে কারণে উক্ত পরীক্ষাসমূহের কোনো একটিতে অনুপস্থিত থাকে কিংবা গ্রহণ না করে তাহলে বাধ্যতামূলক ৫০০/- টাকা করে রি-এক্সাম ফি অগ্রিম জমা দিয়ে এই রি-এক্সাম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


 

তােমরা সীমালঙ্গন করােনা, নিশ্চয় আল্লাহ সীমালঙ্নকারীদের ভালোবাসেন না (সুরা বাকারাহ ০২: ১৯০)

 

বি. দ্র.: প্রত্যেক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অসুস্থ থাকলেও এ পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাৎক্ষণিকভাবে কলেজ থেকে বহিষ্কার করা হবে।

 

* পরীক্ষা বিষয়ক নিয়মাবলি: 

 

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণে আশেপাশে কলেজ থেকে কিছুটা ভিন্ন নীতি অনুসরণ করে। এখানে ছাত্র-ছাত্রীদের পাঠ্যক্রমের প্রত্যেকটি বিষয়ই ক্লাসে পড়ানাে হয়। এই বিষয়গুলাের উপর সপ্তাহে শনিবার দু’টি কুইজ নেয়া হয়। ফলে প্রতি ৪ সপ্তাহে প্রত্যেকটি বিষয়ে একটি করে কুইজ অনুষ্ঠিত হয়।

 

 ক. আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত: পরীক্ষাকেন্দ্রিক। নির্দিষ্ট বিষয় পড়ানাের পরে বাের্ডের

পরীক্ষা পদ্ধতির নিয়মে একাদশ শ্রেণিতে ৫টি ও দ্বাদশ শ্রেণিতে ৪টি পরীক্ষা নেয়া হয়। প্রতিটি পরীক্ষায় ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক। অনিবার্য কোনাে কারণে কেউ পরীক্ষায়। অনুপস্থিত থাকলে শ্রেণিশিক্ষকের মাধ্যমে অধ্যক্ষ বরাবর অনুপস্থিতির কারণ উল্লেখপূর্বক। দরখাস্ত দাখিল করতে হবে।

 

 খ. বাের্ডের নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হওয়া ও যােগ্যতা যাচাইয়ের জন্য এসব | কুইজ ও প্রাপ্ত নম্বর সহায়ক করে।।

 

 গ. যুক্তিসঙ্গত কারণ ছাড়া কুইজ, টিউটোরিয়াল, সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত থাকলে ঐ। | পরীক্ষায় ছাত্র/ছাত্রী শূন্য (০) পাবে এবং তার জন্য উপযুক্ত কারণ দর্শাতে হবে। অনুপস্থিত।

ছাত্র-ছাত্রীদের জন্য কোনাে অতিরিক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয় না।।

 

 ঘ. ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবহারিক ক্লাসে শতভাগ উপস্থিত থাকা বাধতামূলক।