EIIN: 134189, Institute Code: 2520, Mobile: 01911590713
ভর্তির নিয়মবলী
১)বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আসন সংখ্যা নির্ধারিত।
২) বোর্ডের নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করা হয়।
৩) ভর্তি ফরম গ্রহন ও দাখিল করার সময় নির্ধারিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়।
৪) নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট দাখিল করতে হবে।
৫) ভর্তির ফরম ইন্টারনেট থেকে সংগ্রহ করা যাবে।
৬) নির্ধারিত ভর্তির ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ভর্তি ফী দিয়ে ভর্তি হতে হবে।
৭) ভর্তির পর কোন বিভাগ বা কোন বিষয় পরিবর্তন করতে চাইলে বোর্ডের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ফী দিয়ে আবেদন করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির সময় নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে
ক) প্রশংসা পত্রঃ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এসএসসি / সমমানের পাশের প্রশংসা পত্রের মূল কপি ও একটি সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
খ) মার্কশিটঃ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এসএসসি /সমমানের মার্কশিট এর মূলকপি ও একটি সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
গ) রেজিস্ট্রেশন কার্ডঃ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এসএসসি অথবা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের একটি সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
ঘ) প্রবেশপত্রঃ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এসএসসি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্রে একটি সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
ঙ) ছবিঃ ৫ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আবেদনপত্র সংযুক্ত করতে হবে
Bir Muktijoddha Mohammad Giasuddin
Founder & Chairman Of Governing Body Giasuddin Islamic Model College
Today | : | 282 |
This Week | : | 8455 |
This Month | : | 33336 |
This Year | : | 119416 |
Total | : | 323419 |